বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে সিএসএস (বিডি) করপোরেশন লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সাথে পরিবেশবান্ধব বর্জ্য শোধনাগার স্থাপনের জন্য প্রতিষ্ঠানটিকে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) মো. আজিজুর রহমান মল্লিক এই আদেশ দিয়েছেন। তিনি বলেন, ধোঁয়া সৃষ্টি করে কারখানাটি পরিবেশ দূষণ করছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশবান্ধব বর্জ্য শোধনাগার স্থাপন না করলে ১ জুলাই থেকে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। এজন্য কারখানাটিকে ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
অধিদফতরের সহকারী পরিচালক (মেট্রো) সংযুক্তা দাশগুপ্তা জানান, নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় লোহার রড গলিয়ে স্টিল বিলেট প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটিকে ইটিপি স্থাপনের জন্য এর আগে চার দফা নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকবার জরিমানাও করা হয়েছিল। কিন্তু তারা ইটিপি স্থাপনে ব্যর্থ হয়েছে। সর্বশেষ পরিদর্শনের পর সোমবার তাদের শুনানিতে ডাকা হয়।
এর আগে ২০১৫ সালের ২২ জুন, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি এবং ২০১৮ সালের ১৮ জুন কারখানাটির বিরুদ্ধে আরও চারবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।