Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালে ঝড়ে নিহত ২৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১০:৫০ এএম
নেপালে প্রচণ্ড ঝড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত আরও চার শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। রোববার সন্ধ্যায় দেশটির বারা ও পারসা জেলার ওপর দিয়ে তীব্র এ ঝড় বয়ে যায় বলে দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
 
স্থানীয় ও ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ঝড় ও বৃষ্টিতে হতাহত ছাড়াও বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে গেছে।
 
বারা পুলিশের প্রধান সানু রাম ভাট্টারাই বলেন, রোববার রাতে বারা জেলা ও এর আশপাশের এলাকায় বজ্রপাতসহ প্রচণ্ড শক্তিশালী ঝড় আঘাত হানে। তিনি আরো বলেন, ‘ঝড়ের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু ও আরো অনেক লোক আহত হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় তল্লাশি ও উদ্ধার কর্মীদের মোতায়েন করা হয়েছে।’মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ