Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গানে ব্যস্ত হয়ে উঠেছেন আর্নিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সুকণ্ঠী গায়িকা আর্নিক। বিয়ে ও মা হওয়ার কারণে মাঝে বিরতি দিয়েছিলেন এই শিল্পী। তবে এখন গানে আবার নিয়মিত হচ্ছেন। বিশেষ করে টিভি ও স্টেজে নিয়মিত গান গাওয়া শুরু করেছেন। স¤প্রতি ‘অপূর্ণতা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওএর কাজ শেষ করেছেন। গানের সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। রক ঘরানার গানটির ভিডিওতে আর্নিক নিজেই অংশ নিয়েছেন। আর্নিক বলেন, আমার প্রথম অ্যালবামটা অনেক সময় নিয়ে করেছি। এ অ্যালবামের প্রতিটি গানই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর আমার নামের ইউটিউব চ্যানেলে ‘অপূর্ণতা’ গানটি প্রকাশ হচ্ছে। এ গানটির পর কন্ঠশিল্পী প্রতীক হাসানের সঙ্গে একটি গানের ভিডিও সামনে প্রকাশ হবে। মাহমুদ মানজুরের লেখা এ গানটিতে সুরও করেছেন প্রতীক হাসান। প্রতি মাসে একটি করে গান শ্রোতাদের উপহার দিতে চাই। একই সঙ্গে স্টেজ শোতে নিয়মিত হয়েছি। সামনে বেশকিছু শো নিয়েও কথা চলছে। এদিকে গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের একশ তরুণ। এবারও যাচ্ছে এমন একটি টিম। ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়া’-এই দলে এবার কন্ঠশিল্পী আর্নিক সুযোগ পেয়েছেন। উল্লেখ্য, আর্নিক তার ‘নিলীমা’, ‘জান পাখি ময়না’, ‘বলি আবার’, ‘জলছবি’, ‘মেঘলা দিন’ শিরোনামের গানগুলো প্রকাশের পর বেশ সাড়া পান। গানের পাশাপাশি বাংলাভিশনে প্রচারিত ‘প্রিমিয়ার ব্যাংক গর্ব’ নামের একটি অনুষ্ঠানও উপস্থাপনা করেন তিনি। দেশটিভির ‘প্রিয়জনের গান’ নামের অনুষ্ঠানও উপস্থাপনা করেন। তবে তিনি গান ও স্টেজ শো নিয়েই সামনে ব্যস্ত থাকতে চান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ