Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধদিনের পরবর্তী প্রজন্মের গল্প নয় মাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

নতুন একটি শর্টফিল্মে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এই গল্পে তানিয়া বৃষ্টিকে একেবারেই নতুন একটি চরিত্রে দেখা যাবে। শানের গল্প ভাবনায় নির্মিত শর্টফিল্মটির নাম ‘নয় মাস’। লতা আচারিয়ার চিত্রনাট্য ও পরিচালনায় সম্প্রতি পুরান ঢাকায় শর্টফিল্মটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। ইরফান সাজ্জাদ-তানিয়া বৃষ্টি ছাড়াও শর্টফিল্মটিতে অভিনয় করেছেন ফয়সাল হাসান, সাজুসহ আরো অনেকে। শর্টফিল্মটির চিত্রগ্রাহক ছিলেন দীপন এবং আবহ সঙ্গীত করেছেন শান। সম্পাদনা ও রঙবিন্যাসে ছিলেন ফখরুল ইসলাম। রিজভী ওয়াহিদের প্রযোজনায় শর্টফিল্মটির টিজার এরই মধ্যে আরডবিøউ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। শর্টফিল্মটির গল্প গড়ে ওঠেছে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী উত্তর প্রজন্মের বোধ নিয়ে। কাজটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এই প্রথম এমন একটি কাজ করলাম। আমি সাধারণত এ ধরনের চরিত্র করতে আগ্রহী নই। কিন্তু গল্পের কারণে রাজি হয়েছি।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘একই প্রতিষ্ঠান থেকে ক’দিন আগে লিংক হবে নামের একটি শর্টফিল্মে কাজ করে আশাতীত সাড়া পেয়েছি। এই গল্পটিও দারুন। আশা করছি, ভালো কিছু হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গল্প

১৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ