Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ৪:৪১ পিএম

মাত্র ৪ শতক জমি নিয়ে বিরোধে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে জাহেরুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।রোববার জনাকীর্ন আদালতে ঠাকুরগাওয়ের অতিরিক্ত দায়রা জজ বিএম তারিকুল কবীর উপরোক্ত রায় প্রদান করেন।
দণ্ডিত আসামী হলেন-ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মেদেনী সাগর গ্রামের আবু তাহের ।
এছাড়াও আসামী আলম,তাজউদ্দীন ,আবু তাহের ডিকরা,মহসিনা বেগম,মুক্তা বেগম,সেলিনা বেগম,রেহেনা বেগম, জাহেরা বেগম ও মহসিনগণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,মাত্র ৪ শতক জমি বিক্রি করা নিয়ে নিহত মোহাম্মদ আলী(৩৯)র পরিবারের সঙ্গে আসামী পক্ষের বিরোধ চলে আসছিল।উক্ত শত্রæতার জের ধরে ২০০৩ সালের ২৬ অক্টোবর বেলা ২ টার সময় নিহত মোহাম্মদ আলী রোপা ধান ক্ষেতে পানি সেচ দিয়ে বাড়ী ফেরার পথে আবু তাহেরের বাড়ির কাছে পৌছলে দন্ডিত আসামী ও তার সহযোগিরা তাকে আটক করে বেধরক মারপিট করে।আসামী জাহেরুল ইসলাম লোহার রড দিয়ে মোহাম্মদ আলীর মাথায় সজোরে আঘাত করলে সে মাটিতে পড়িয়া যায়।তার চিৎকারে নিহতের অপর ভাই ভাবি সহ অন্যান্যরা এগিয়ে এলে আসামীরা তাদেরকে মারপিট করে এবং মহিলাদের শ্লীলতাহানী ঘটায়।রক্তাক্ত অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় মৃতের ভাই বাদী হয়ে ১১ জনকে আসামী করে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জসীট দাখিল করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ