Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্থানে ফের ভেঙে পড়ল মিগ-২৭ যুদ্ধবিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ৩:৫১ পিএম

ফের ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান মিগ-২৭। রোববার রাজস্থানের সিরোহিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রুটিন টহল দেওয়ার সময় ভেঙে পড়েছে যুদ্ধবিমান মিগ ২৭, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে।
যোধপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে বেরিয়ে ১৮০ কিলোমিটার ওড়ার পর রাজস্থানেরই শিরোহি এলাকায় ভেঙে পড়ে মিগ ২৭। গত ফেব্রুয়ারিতেই রাজস্থানের জয়শলমিরে ভেঙে পড়েছিল আরও একটি মিগ ২৭ যুদ্ধবিমান। প্রশিক্ষণের কাজ চলার সময়ই সেই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই দুর্ঘটনাতেই নিরাপদে ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন যুদ্ধবিমানের পাইলট।
গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় এই যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় শত্রুপক্ষের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করতে কার্যকরী ভূমিকা নিয়েছিল ভারতীয় বিমানবাহিনীর এই যুদ্ধবিমান। সোভিয়েত জমানার এই যুদ্ধবিমান ভারতের হাতে আসে আটের দশকে।



 

Show all comments
  • Kamal ৩১ মার্চ, ২০১৯, ৪:০১ পিএম says : 0
    সারা পৃথিবীতে অগ্নি দুর্ঘটনায় শীর্ষে ঢাকা,পৃথীবির সবচাইতে নুংরা শহর ঢাকা । ২০০৯ সাল, বসুন্ধরা সপিংকমপ্লেক্সে ২৪ তলায় আগুন লেগেছিল তখন ফায়ার সার্ভিস তাকিয়ে তাকিয়ে এতিমের মত দাড়িয়ে দেখছিল। তাদের কথা ছিল, এতো উঁচু ভবনের আগুন নিভানোর ক্ষমতা বর্তমান ফায়ার সার্ভিসের নাই।তাই"স্যাটেলাইটের চেয়ে উঁচু মইয়ের" বেশি দরকার ! তদন্ত কমিটি হল,কি ক্রয় করতে হবে তার তালিকা হল, বাজেট হল, এরপর শুনলাম আমাদের ফায়ারসার্ভিস ডিজিটাল হয়ে গেছে, মন্ত্রীদের আগডাক শুরু,আজ ২০১৯ সাল,১০ বছর পার হয়ছে। উন্নয়নের বাজেট বারছে কয়েক গুন।মধ্যম আয়ের দেশ হয়েছে। চাপাবাজি সারাদিন শুনি।পদ্ধাসেতু,ঢাকা শহর সিংগাপুর হয়ে গেছে। সারাদিন শুধু উন্নয়ন আর উন্নয়ন। আমার বাড়ির রাস্তা ভাংঙা। অথচ সারাদেশ জোয়ার ভাসছে। কিন্তু ঢাকা শহরের ফায়ার সার্ভিস ঠীক ১০ বছর আগে যেভাবে ছিল। ১০ বছর পর এসে ঠীক সেভাবেই আছে। তাহলে কোটি কোটি টাকার বাজেট গেল কোথায়? আবারও ১০ বছর পর এমন কিছু ঘটবে বা এর চাউতে ভয়াবহ। মন্ত্রীরা চাপাবাজী করবে, আর প্রধানমন্ত্রী নিজে পর্যাবেক্ষণ করবেন রুমে বসে। এটাই আমার বাংলাদেশ। জীবনের যেখানে কোন মূল্য নাই।আপনি কথা বললে রাজাকার চুপ করে থাকলে মুক্তিযোদ্ধা। যে দেশের মানুষ একটা ফেসবুক আইডি সেব রাখার জন্য প্রতিবাদ করতে ভয় পায়। Copy & Edited
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ