Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুর উপজেলায় নিরুত্তাপ ভোট গ্রহন চলছে

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১:১১ পিএম

সকালের দিকে ভোট কেন্দ্র গুলি ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অল্প অল্প ভোটার কেন্দ্রে আসতে শুরু করে। সকাল ৯টা ৫০ মিনিটে ভোগতি নরেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০০টি ভোট পড়ে। এ কেন্দ্রে মোট ভোটার ২৮৭২জন। সকাল ১০টা ৫০মিনিটে কেশবপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬১টি ভোট পড়ে, এ কেন্দ্রে মোট ভোটর ২৮শ৯২। বেলা ১১ট৫মিনিটে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫শ৮৬টি ভোট সম্পন্ন হয়, এ কেন্দ্রে মোট ভোটার ৩৫শ৩৪টি। বাগদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় ভোট পড়েছে ৫৬১টি এ কেন্দ্রে মোট ভোটার ৩৩শ, মাগুরাডাঙ্গা কেন্দ্রেও একই অবস্থা। কেবল মাত্র কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মহিলা বুথে লাইন চোখে পড়েছে। কেশবপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারের অপেক্ষায় নির্বাচন সংশ্লিষ্টদের অপেক্ষা করতে দেখা গেছে। সকালের দিকে কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নৌকা প্রতিকের স্ত্রীসহ ৩বোন এবং নৌকা প্রতিকের শালোক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবাদত সিদ্দিকি বিপুল সতেন্ত্র প্রার্থী আনারস প্রতিকে পক্ষে মুখমুথি অবস্থান নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ