Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে হাতেগোনা ভোটার

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ৯:৪০ এএম

নেছারাবাদে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট শুরু থেকে এখন পর্যন্ত কোন কেন্দ্রেই আশানুরূপ ভোটার এখনো আসেনি। একসময় যেসব কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যেত সেসব কেন্দ্রে হাতেগোনা কয়েকজন ভোটার দেখা যাচ্ছে। এসব কথা হল উপজেলার স্বরূপকাঠি সাব-রেজি: অফিস, স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে তিনটি ভোট কেন্দ্রের খবর। সকাল ৮.০৬ মিনিটে স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে হাতে গোনা ১০-১৭ জন ভোটার লাইনে আছেন ভোট দেয়ার জন্য। অথচ, এসব কেন্দ্রে পূর্বেকার সকল ভোটে ভোট গ্রহণের নির্ধারিত সময়ের আগেই ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যেত। একই অবস্থা বাকি দুটি কেন্দ্রেও। তবে এসব কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা আশা করে বলেছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা কেন্দ্রে আসবে। কারণ সুষ্ঠু ভোটের আয়োজনে প্রশাসন সব রকমের ব্যবস্থা নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ