Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুয়েরোর গোলে শীর্ষে ফিরল সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৯:০৭ পিএম

প্রিমিয়ার লিগে এক ম্যাচ কম খেলে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই সুযোগে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছিল লিভারপুল। ফুলহামকে হারিয়ে আবারো শীর্ষে ফিরেছে পেপ গার্দিওলার দল।

শনিবার ফুলহামকে তাদেরই মাঠে ২-০ গোলে হারায় ম্যান সিটি। প্রথমার্ধে গোল দুটি করেন বের্নার্দো সিলভা ও সার্জিও আগুয়েরো।

প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা সিটি ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায়। ম্যাচের পঞ্চম মিনিটে ২০ গজ দূর থেকে নেওয়া বের্নার্দো সিলভার শট বাম কর্নার দিয়ে জাল খুঁজে নেয়।

শুরুর ১৫ মিনিটেই স্বাগতিকদের পোস্ট লক্ষ্য করে দশবার শট নেয় সফরকারীরা। ২৭তম মিনিটে কাছ থেকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুন করেন সার্জিও আগুয়েরো। লিগ মৌসুমে আর্জেন্টাইন তারকার এটি ১৯তম গোল।

পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা ফুলহাম মৌসুমে এ নিয়ে ৭২টি গোল হজম করল। প্রতিযোগিতায় যা সবচেয়ে বাজে রেকর্ড। এদিন তারা সিটির পোস্টে কোন শটই রাখতে পারেনি।

এরপরও স্কট পার্কারের দলের রক্ষণকে ধন্যবাদ দিতে হয়; সিটির বেশ কয়েকটি ভয়ঙ্কর আক্রমণ রুখে দেয় তারা। এসময় অবশ্য আত্মঘাতি গোল খাওয়া থেকেও তারা বেঁচে যায়।

৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট ম্যান সিটির। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট লিভারপুলের। ৬১ পয়েন্ট নিয়ে তিনে থাকা টটেনহাম হটস্পারকে রোববারের ম্যাচে হারিয়ে আবার শীর্ষে ফেরার সুযোগ ইয়ুর্গুন ক্লপের দলের সামনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ