Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাটমোহরে বজ্রপাতে স্কুলছাত্র ও গৃহবধূ নিহত

চাটমোহর (পাবনা) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৮:২২ পিএম

পাবনার চাটমোহরে বজ্রপাতে স্কুল ছাত্র ও গৃহবধূ নিহত হয়েছেন। শান্ত হোসেন নামে এক স্কুল ছাত্র এবং রীনা খাতুন নামে এক গৃহবধূ নিহতসহ আহত হয়েছেন চার জন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের কুকড়াগাড়ি বিলের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শান্ত বোঁথড় মধ্যপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে ও বোঁথড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং রীনা খাতুন একই ইউনিয়নের দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। আহত চারজন হলেন-উপজেলার নটাবাড়িয়া গ্রামের মোজাহার প্রামানিকের স্ত্রী শাহনাজ খাতুন, বোঁথড় গ্রামের আলমাছ আলীর স্ত্রী রেহেনা খাতুন, মৃত কফিল প্রামানিকের ছেলে কাবিল প্রামানিক ও বোঁথড় মধ্যপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র মুসা হোসেন। স্থানীয়রা জানান, রসুন তোলার কাজে সবাই কুকুড়াগাড়ি বিলের মধ্যে মাঠে কাজে ব্যস্ত ছিলেন। শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে আচমকা বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শান্ত ও রীনা মারা যান। এ সময় আহত হন আরও চার জন। পরে আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে শাহনাজ খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। এ সময় তিনি নিহত দুই পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাতক্ষণিক ১০ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা সহযোগিতা দেন এবং শুকনো খাবার দেন। এছাড়া আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ