নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আমেরিকান হার্ড কোর্টে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন রজার ফেদেরার। কানাডিয়ান টিনেজার ডেনিস শাপোভালোভকে সরাসরি সেটে হারিয়ে মিয়ামি ওপেনের ফাইনালে পৌঁছেছেন টেনিস কিংবদন্তি।
রোববারের ফাইনালে চার নম্বর এই তারকার প্রতিপক্ষ সাত নম্বরে থাকা জন ইসনার।
দুজনের মুখোমুখি লড়াইয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে ফেদেরার। তবে ২০১৫ সালে রোলেক্স প্যারিস মাস্টার্সে দুজনের শেষ সাক্ষাতে তৃতীয় সেটে টাইব্রেকারে ফেদেরারকে হারিয়ে দেন ইসনার। গত জুলাইয়ে এটিপি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা আটে উঠে আসেন ৩৩ বছর বয়সী। ২০১৮ উইম্বলডনের সেমিফাইনালে খেলা এই আমেরিকান গত বছর মিয়ামি ওপেনে প্রথমবারের মত মাস্টার্স ১০০০ শিরোপা জেতেন।
শেষ চারে আজ শাপোভালোভকে ৬-২ ৬-৪ গেমে হারান ফেদেরার। ১৯৯৯ সালে মিয়ামি ওপেনে ফেদেরার যখন প্রথম অংশ নেন তারও কয়েক সপ্তাহ পর জন্ম শাপোভালোভের! পঞ্চমবারের মত মিয়ামি ওপেনের ফাইনালে উঠলেন ২০ গ্র্যান্ড স্ল্যামজয়ী। কিছুদিন আগে ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে ডমিনিখ থিয়ামের কাছে হারের পর টানা মাস্টার্স ১০০০ টুর্নামেন্টের ফাইনালে উঠলেন ৩৭ বছর বয়সী সুইস তারকা।
ইসনারের ফাইনালে ওঠা সহজ ছিল না। প্রথমবারের মত কোনো মাস্টার্সের শেষ চারে খেলা কানাডিয়ান ১৮ বছর বয়সী ফিলিক্স অগার-আলিসিমেসকে হারাতে দুই সেটেই টাই্রবেকারে যেতে হয়েছে ইসনারকে। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৩) ৭-৬ (৭-৪) গেমের স্বস্তির জয় পান ইসনার।
এদিকে নারী এককে সেমিফাইনাল থেকে বিদায় নেয়ায় র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া হয়েছে সিমোনা হালেপের। ফাইনালে উঠেছেন অ্যাশলে বার্টি ও ক্যারোলিনা পিসকোভা। আজ রাতে তারা পরস্পরের মুখোমুখি হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।