Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বকালের সেরা তিন গোলই মেসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৫:৩৩ পিএম

বার্সেলোনার সর্বকালের সেরা গোল কোনটি? এমন প্রশ্ন করা হয়েছিল কাতালান দলটির সমর্থকদের কাছে। ভোটাভুটিতে নির্বাচিত সেরা তিন গোলই ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির।
২০০৬-০৭ মৌসুমে কোপা দেল রের সেমি-ফাইনালে গেটাফের বিপক্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ডের একক নৈপুণ্যে করা সেই গোলটি নির্বাচিত হয়েছে সর্বকালের সেরা। নিজেদের অর্ধে বল পেয়ে প্রতিপক্ষের চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককেও কাটিয়ে করা মেসির গোলটি পায় মোট ভোটের ৪৫ শতাংশ।

তালিকার দুইয়ে জায়গা পাওয়া গোলটিও হয়েছে কোপা দেল রেতে। স্পেনের দ্বিতীয় সেরা এই ঘরোয়া প্রতিযোগিতার ২০১৪-১৫ মৌসুমের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের করা গোলটি পায় ২৮ শতাংশ ভোট। ২০১০-১১ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে মেসির করা গোলটি ১৬ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। ২০১৭ সালে পিএসজির বিপক্ষে করা সার্জিও রবের্তোর গোলটি পায় ১১ শতাংশ ভোট। শেষ মুহূর্তের এই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।
১৬০টি দেশের বার্সেলোনা সমর্থকরা এই আয়োজনে অংশ নেয়। ২০১৮ সালে ডিসেম্বর মাসের শেষ দিকে শুরু হয় বাছাই। তিন মাস ধরে সব মিলে ৫ লাখের বেশি ভোট দেন সমর্থকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ