Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বাসের হেলপারসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক হেলপার ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ গুলিস্তানে বাসের হেলপার মোল্লা (৪০) ও শ্যামলীতে মোটরসাইকেল আরোহী সোহাগ (১৯) ও শিহান (২০)। গতকাল দুপুর ও গত বৃহস্পতিবার রাতে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল ও সোহারাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
মোল্লার সহকর্মী আরাফাত হোসেন বলেন, মোল্লা বোরাক পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন। গতকাল শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনে বাসে যাত্রী উঠানোর সময় মতিঝিলগামী ৬ নম্বর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুর বলে জানা গেছে। গুলিস্তান আহাদ পুলিশ বক্সের এএসআই ওয়ালিউর রহমান বলেন, বাসসহ ঘাতক চালককে আটক করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
এদিকে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলী এলাকায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ ও শিহান নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীতে খিলজী রোডে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার এসআই হারুন অর রশিদ মৃধা গতকাল সকালে বলেন, শ্যামলী শিশুমেলার বিপরীতে খিলজী রোডের মাথায় বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া আহত দুইজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন মারা যায়। অপর আহত দিপুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভালো আছেন। এসআই আরও বলেন, নিহতহ সোহাগের বাড়ি ল²ীপুরের রামগঞ্জে ও শিহানের বাড়ি নরসিংদীর মনোহরদীতে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ