Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের লোকসভায় ৫২১ সাংসদের মধ্যে ৪৩০জন কোটিপতি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ৪:৫৯ পিএম

ভারতের ষোড়শ লোকসভায় ৫২১ জন সাংসদের মধ্যে ৪৩০ জন কোটিপতি। ৩৩ শতাংশ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) সমীক্ষায় ওই তথ্য উঠে এসেছে। সবচেয়ে বেশি কোটিপতি সাংসদ বিজেপিরই। একই সঙ্গে, কেন্দ্রের প্রধান শাসক দলের সাংসদদের বিরুদ্ধেই সব চেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে।

বিদায়ী লোকসভার ৫২১ জন সাংসদের দায়ের করা হলফনামা নিয়ে সমীক্ষা করেছে এডিআর। ওই সমীক্ষা রিপোর্ট বলছে, ‘৫২১ জন সাংসদের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে ৪৩০ জন কোটিপতি, অর্থাৎ ৮৩ শতাংশ। বিজেপির কোটিপতি সাংসদের সংখ্যা ২২৭ জন, ৩৭ জন কংগ্রেসের এবং ২৯ জন এডিএমকের। বাকিরা অন্য দলের।’ দেখা যাচ্ছে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রতি বিজয়ী প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭২ লক্ষ টাকা। এডিআরের রিপোর্ট বলছে, হলফনামায় ৩২ জন সাংসদ জানিয়েছেন তাদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকার বেশি। মাত্র দু’জন সাংসদের সম্পত্তির পরিমাণ পাঁচ লক্ষ টাকার কম।

ওই স্বেচ্ছাসেবী সংগঠনের রিপোর্ট উল্লেখ করা হয়েছে, ষোড়শ লোকসভার ১০৬ জন সদস্যের বিরুদ্ধে খুনে জড়িত, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, নারী নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে। চার জন বিজেপি সাংসদ এবং কংগ্রেস, এনসিপি, এলজেপি, আরজেডি, স্বভিমান পক্ষ ও এক জন নির্দল সাংসদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। সমীক্ষায় উঠে এসেছে, সব চেয়ে বেশি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বিজেপির সাংসদদের বিরুদ্ধে। তালিকায় আছেন বিজেপির আট এবং কংগ্রেস, তৃণমূল, এনসিপি, শিবসেনা, আরজেডি এবং স্বভিমানের এক জন করে সাংসদ। দশ জন বিজেপি সাংসদ-সহ ১৪ জনের বিরুদ্ধে রয়েছে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ