Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের পুরোটা সময় সদ্ব্যবহার করতে হবে

কুষ্টিয়ায় প্রধান বিচারপতি

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:৩২ এএম

আদালতের পুরোটা সময় সদ্ব্যবহার করতে হবে। দুপুর ২টার পর আদালত যদি বন্ধ হয়ে যায় তবে লাখ লাখ মামলার জট কোনোদিনই মুক্ত হবে না। মানুষও আর কোর্টে আসবে না। এখনও মানুষের কোর্টের উপরে আস্থা আছে, তাই আদালতে বিচারের জন্য আসছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া আদালত চত্বরে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবন উদ্বোধনকালে বিচারকদের উদ্দেশ্য করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, সময়মতো আদালতে উঠবেন এবং সময়মতো নামবেন। দুপুরে খাবার খেয়ে আবারও কোর্টে বসবেন। বিকেলে ঠিক নির্দিষ্ট সময়ে নামবেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী ও আবু জাফর সিদ্দিকী। অনুষ্ঠানে কুষ্টিয়া আদালতের বিজ্ঞ বিচারক, আইনজীবী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত

২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ