নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০১৭ সালে শেষবার মিয়ামি ওপেনের শিরোপা জিতেছিলেন রজার ফেদেরার। তবে এবার আছেন দারুণ ফর্মে। টুর্নামেন্টের চতুর্থ শিরোপা ঘরে তোলার লড়াইয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইস ম্যাস্ট্রো। শেষ আটে উঠার যুদ্ধে রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়েছেন ফেদেরার। এক ঘন্টা এক মিনিট লড়াই শেষে ৬-৪, ৬-২ গেমে জিতেছেন সুইস তারকা। কোয়ার্টার ফাইনালে ৩৭ বছর বয়সি ফেডেক্সের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।
যার বিপক্ষে ৬ বার খেলার অভিজ্ঞতা রয়েছে ফেদেরারের। গত বছরের উইম্বলডনে তার বিপক্ষে কেবল একটি ম্যাচ হেরেছেন সুইস কিংবদন্তি। দক্ষিণ আফ্রিকান প্রতিপক্ষকে নিয়ে ফেদেরার বলেন, ‘কেভিন অসাধারণ খেলোয়াড়। এই মুহূর্তে তার সার্ভগুলো দারুণ হচ্ছে। আমিও ভালো করছি। আশা করছি তাকে হারাতে পারব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।