Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

‘সংস্কৃতি হচ্ছে একটি দেশের নিজস্ব পরিচয়’

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সংস্কৃতি হচ্ছে একটি দেশের নিজস্ব পরিচয়। দেশীয় সংস্কৃতি লালন ও বিকাশে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমেই দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদকে নির্মুল করা সম্ভব। তিনি বুধবার সন্ধ্যায় মোক্তারপাড়ার মাঠে অনুষ্ঠিত নেত্রকোনার ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি সংগঠন শিকড় উন্নয়ন কর্মসূচী আয়োজিত লোকশিল্পী সমাবেশ ও লোক উৎসবে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত লোক উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান এবং প্রবীন চিকিৎসক ডাঃ এম এ হামিদ খান। স্বাগত বক্তব্য রাখেন শিকড় উন্নয়ন কর্মসূচীর সম্পাদক জিয়াউর রহমান খোকন। অনুষ্ঠানে প্রখ্যাত বাউল শিল্পী সিরাজ উদ্দিন খান পাঠান, বাউল শিল্পী সুনীল কর্মকার ও যাত্রা শিল্পী আব্দুর রাশিদ ওরফে নাগর আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংস্কৃতি

২৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ