মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের লোকসভা নির্বাচনে বুধবার দলের ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যের সফল প্রকল্পের উদাহরণ তুলে ধরে তিনি জাতীয় স্তরেও উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মোদী-শাহ জুটির শাসনে দেশের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশে করে কাশ্মীর সমস্যা সমাধান ও যোজনা কমিশন ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য রাখেন মমতা। ক্ষমতায় এসেই যোজনা কমিশন বন্ধ করে দেয় মোদী সরকার। এর পরিবর্তে চালু করে নীতি আয়োগ। এ নিয়ে বর্তমান কেন্দ্রীয় শাসক দলকে একহাত নেয়ার পাশাপাশি ইশতেহার পুনরায় যোজনা কমিশন চালুর প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস নেত্রী। সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, ‘আমি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তাই কেউ না পারলে আমাকে দায়িত্ব দিক। কাশ্মীরে গিয়ে থাকব। ওখানকার মানুষদের সঙ্গে কথা বলব। সমস্যা বোঝার চেষ্টা করব। পরিবর্তে কিছু চাই না আমার।’ আমরা কাশ্মীর সমস্যার সমাধান করতে চাই। ইশতেহার প্রকাশ করে মমতা বলেন, ভোটের পর অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করা হবে। তার ভিত্তিতেই সরকার গঠন হবে। সব শ্রেণি ও বয়সের মানুষের কথা ভেবেই ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানান তিনি। কৃষকদের জীবিকা ও আয়ের ব্যবস্থা, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষাতেই জোর দিয়েছেন মমতা। ১০০ দিনের কাজে দ্বিগুণ টাকার কথা জানিয়েছেন। তিনি ১০০ দিনের কাজকে ২০০ দিন করার কথাও বলেছেন। এছাড়া বর্তমান সরকারের আমলে বেকারত্ব হারের কথা স্মরণ করিয়ে দেশে কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।