নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
খেলোয়াড় দলবদলে রেকর্ড গড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন বিশ্বকাপ জয়ী ফরাসি ডিফেন্ডার লুকাস ফার্নান্দেজ। এজন্য ৮০ মিলিয়ন ইউরো (৯০ মিলিয়ন মার্কিন ডলার) খরচ করতে যাচ্ছে জার্মান জায়ান্টরা। স্ট্রাইকার কিংবা মিডফিল্ডার কিনতেও আগে কখনো এত বেশি অর্থ খরচ করেনি দলটি।
এক বিবৃতিতে হার্নান্দেজের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন। আগামী ১ জুলাই থেকে শুরু হবে খেলোয়াড়দের দলবদল। চূড়ান্ত চুক্তি শেষে আগামী গ্রীষ্মে বায়ার্নে যোগ দেবেন ২৩ বছর বয়সী।
মিডফিল্ডার কোরেনটিন টোলিসোকে গত মৌসুমে দলে নিতে বায়ার্ন যা দিয়েছিল তার থেকে হার্নান্দেজকে প্রায় দ্বিগুণ দামে কিনছে বায়ার্ন। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার হিসেবেও হার্নান্দেজ ইতিহার সৃষ্টি করলেন। কোন জার্মান ক্লাবের হয়ে এটাই কোন খেলোয়াড়ের সর্বোচ্চ ট্রান্সফার ফি।
এ সম্পর্কে বায়ার্নের স্পোর্টিং পরিচালক হাসান সালিহামিডিজ বলেন, ‘শেষ পর্যন্ত লুকাস হার্নান্দেজকে দলে নেয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ায় আমরা দারুন খুশী। সে একজন বিশ্বকাপ জয়ী দলের সদস্য। একইসাথে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার। সে সেন্ট্রাল ডিফেন্স ও লেফট-ব্যাকেও খেলতে পারে। নিঃসন্দেহে হার্নান্দেজের আগমনে আমাদের দলীয় শক্তি বৃদ্ধি পাবে। চমৎকার সব ফ্রেঞ্চ খেলোয়াড়ের আমাদের ক্লাবে খেলার যে ঐতিহ্য আছে তা সে ধরে রাখতে পারবে বলে আমি আশাবাদী।’
এবারের গ্রীষ্মে দলীয় শক্তি বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রান্সফারের ঘোষনা আগেই দিয়েছিল বায়ার্ন। লিভারপুরের কাছে শেষ ১৬’র লড়াইয়ে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে বেভারিয়ান্সরা। ক্লাব সভাপতি উলি হোয়েনেস ঘোষনা দিয়েছে আসন্ন ট্রান্সফার মার্কেটে বায়ার্ন বিপুল পরিমান অর্থ ব্যয় করবে যা ক্লাবের ইতিহাসে কখনই হয়নি।
জানুয়ারিতে বায়ার্নের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল হার্নান্দেজের জাতীয় দলের সতীর্থ বেঞ্জামিন পাভার্ডকে স্টুটগার্ট থেকে এবারের গ্রীষ্মে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিবে। হামবুর্গের ১৯ বছর বয়সী স্ট্রাইকার ইয়ান ফিলেটে আর্প ইতোমধ্যেই আগামী বছর মিউনিখে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
আর নতুনদের আগমনে বেশ কয়েকজন পরিচিত মুখকে হয়ত জায়গা ছেড়ে দিতে হতে পারে। অভিজ্ঞ উইঙ্গার আরিয়েন রবেন ও ফ্র্যাংক রিবেরি এ বছর বায়ার্নের ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন। এছাড়াও এই তালিকায় আরো কিছু বড় নাম আছে বলে ইঙ্গিত রয়েছে। ম্যাটস হামেলস, জেরোম বোয়াটেং সম্প্রতী জার্মান জাতীয় দল থেকে বাদ পড়েছেন। হার্নান্দেজ ও পাভার্ড দলে আসায় জাতীয় দলের অভিজ্ঞ এই দুই সতীর্থের বায়ার্নে টিকে থাকা কঠিন হয়ে গেল।
যদিও বর্তমানে হার্নান্দেজ হাঁটুর সমস্যায় ভুগছেন। ৯ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। ইনজুরির কারনে ফ্রান্সের সাম্প্রতীক আন্তর্জাতিক ম্যাচেও তিনি খেলতে পারেননি। বায়ার্ন জানিয়েছে মেডিকেল পরীক্ষায় কিছু সমস্যা দেখা দেয়ায় তার হাঁটুতে বুধবার অস্ত্রোপচার করা হয়েছে। তবে আগামী মৌসুমের আগে তার পুরোপুরি সুস্থতার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন বায়ার্নের দলীয় চিকিৎসক হ্যান্স-উইলেম মুলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।