Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ির গ্যারেজ বড় করতে হবে : রাসেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ৫:১৪ পিএম

আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দু’টি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। তারই পুরস্কার হিসেবে দু’টি ম্যাচেই পেয়েছেন গাড়ি। রাসেল তাই মজা করেই বলেছেন, ‘যা অবস্থা দেখছি এবার মনে হয়, গাড়ির গ্যারাজটা বড় করতে হবে। প্রথম দু’ম্যাচেই দু’টি গাড়ি। আরও ম্যাচ তো বাকী আছেই। ছেলেরা খুবই ভালো খেলেছে। জয় নিয়ে ফিরতে পেরে ভালো লাগছে।’
রাসেলের অলরাউন্ড নৈপুণ্যে চলতি আসরের ষষ্ঠ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা ২৮ রানে হারায় কিংস ইলেভেন পাঞ্জাবকে। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে নো-বলে জীবন পেয়ে ৩টি চার ও ৫টি ছক্কায় ১৭ বলে ৪৮ রান করেন রাসেল। পরে বল হাতে নেন ২ উইকেট। এরমধ্যে তার স্বদেশী ক্রিস গেইলের উইকেটটি অন্যতম। গেইলের উইকেট শিকারের ব্যাপারে রাসেল বলেন, ‘গেইল আমার দাদার মতো। কিংবদন্তি ব্যাটসম্যানকে প্রথম ছয় ওভারে আউট করার তৃপ্তি অসাধারণ। আমাদের পরিকল্পনাই ছিল যত কম রানের মধ্যে গেইলকে থামানো। কিন্তু ব্যাটিংয়ে আমি তার থেকেও বেশি ছক্কা মেরেছি। তবুও আমার থেকে বেশি বড় শট নেওয়ার ক্ষমতা রয়েছে গেইলের।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ