Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তুরিনে ফিরেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ৫:১৩ পিএম

সামনে আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এমন সময় দলের সবচেয়ে বড় তারকা ইনজুরিতে। জুভেন্টাসের দুশ্চিন্তায় পড়ারই কথা। তার কাঁধে সওয়ার হয়েই তো শেষ এই পর্যন্ত আসা। পর্তুগালের হয়ে গত সপ্তাহে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হন রোনালদো। ইনজুরির মাত্রা নির্ণয়ে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য গতকাল তুরিনে ফিরেছেন তারকা এই স্ট্রাইকার।

সার্বিয়ার বিপক্ষে পর্তুগালের ১-১ গোলে ড্র হওয়া ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচটিতে ৩৪ বছর বয়সী ইনজুরিতে আক্রান্ত হয়ে ৩১ মিনিটে মাঠ ত্যাগ করেন। ডান উঁরুতে ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয় বলে প্রাথমিক ভাবে পরীক্ষায় ধরা পড়েছিল। ম্যাচ শেষে রোনালদোও বলেছিলেন, ‘আমি মোটেই চিন্তিত নই। নিজের শরীর সম্পর্কে আমার ধারনা আছে। আমি বিশ্বাস করি দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমি ফিরে আসতে পারবো।’
ইতালিয়ান গণমাধ্যম সূত্র জানা গেছে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা ব্যক্তিগত জেটে করে বুধবার রাতে তুরিনে ফিরেছেন। জুভেন্টাসের মেডিকেল স্টাফদের সাথে তার পরের দিন সকালে দেখা করার কথা। তবে ইনজুরির কারনে এই সময়ের মধ্যে রোনালদো সেরি আ লিগের বেশ কয়েকটি ম্যাচ মিস করছেন। শনিবার এম্পোলির বিপক্ষে, ২ এপ্রিল কাগলিয়ারি ও চারদিন পর এসি মিলানের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। আন্তর্জাতিক বিরতি শেষে জুভেন্টাসের প্রায় সব খেলোয়াড়রই অনুশীলনে ফিরেছেন। টানা অষ্টম লিগ শিরোপা জয়ে এবারও দারুনভাবে এগিয়ে চলেছে ‘ওল্ড লেডি’ খ্যত দলটি। বর্তমানে নাপোলির থেকে ১৫ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। আন্তর্জাতিক বিরতিতে যাবার আগে জেনোয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়ে পয়েন্ট হারিয়েছিল তারা।
আগামী ১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আয়াক্সের মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ