Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ক্ষমতায় গেলে জেকেএলএফ জেইএল’র নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে : মেহবুবা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি বলেছেন, ক্ষমতায় গেলে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) ও জামায়াত-ই-ইসলামীর (জেইএল) ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা তুলে নেয়া হবে। মঙ্গলবার বারামুল্লার এক জনসভায় তিনি এ কথা বলেন। সম্প্রতি এক আদেশে জামায়াত-ই-ইসলামী পরিচালিত সব স্কুল, এতিমখানা ও অফিস বন্ধ করে দেয়া হয়। তবে জামায়াতের পক্ষ থেকে এ সময় কোনো ধরনের প্রতিবাদ করা হয়নি। কারণ তারা অনেক সমস্যায় ছিল এবং তাদের পক্ষ নিয়ে কেউ কোনো কথা বলেনি। শুধু পিডিপিই তাদের পক্ষ নিয়ে এগিয়ে এসেছে। পিডিপিপ্রধান বলেছেন, জামায়াত পরিচালিত স্কুল, এতিমখানা বন্ধ করে দেয়ার পক্ষে আমরা নই। যখন সময় আসবে এবং আমরা ক্ষমতায় যাব, তখন আমরা এ নিষেধাজ্ঞা তুলে নেব। তিনি বলেন, তার দল সঠিক পথেই আছে এবং থাকবে। তবে বিজেপি সঠিক পথে নেই। তারা ভুল পথে হাঁটছে। ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ