নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মঙ্গলবার মরোক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয়লাভ করেছে লিওনেল মেসি বিহীন আর্জেন্টিনা। তবে ভক্ত-সমর্থকদের মন জয় করতে পারেনি আকাশি-নীল জার্সিধারীরা। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালনি বলেছেন, তার দলের সোরাটা এখনো বাকী আছে।
ম্যাচে নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে আর্জেন্টিনার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন বদলী খেলোয়াড় এঞ্জেল কোররেয়া। এর আগে গত শুক্রবার মাদ্রিদে অনুষ্ঠিত আরেক প্রীতি ম্যাচে আঞ্চলিক প্রতিপক্ষ ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। যে ম্যাচ দিয়ে দীর্ঘ বিরতি শেষে জাতীয় দলে ফেরেন মেসি।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘দলের সেরাটা এখনো বাকী রয়েছে। অন্য দলগুলোর ক্ষেত্রেও এটি বিবেচ্য। কারণ এমন কোন দল নেই যারা নিজেদের শতভাগ দক্ষতা প্রদর্শন করতে পারে।’ তিনি বলেন, ‘তীব্র বাযু প্রবাহের জন্য আর্জেন্টিনা ভাল খেলতে পারেনি। মরক্কোও একই প্রতিকুলতায় পড়েছিল। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আমরা সবাই জানি, মরক্কো একটি ভাল দল। তাদের রয়েছে যোগ্যতা সম্পন্ন বেশ কয়েকজন ভাল খেলোয়াড়। তবে এবার তারা ক্ষুধার্ত এক আর্জেন্টিনার মোকাবেলা করেছে। আমরা দলীয় অবস্থানকে সংহত রাখতে খেলার জন্য এবং ফলাফল লাভের জন্য মরিয়া ছিলাম। যেটি আমাদের জন্য যথেষ্ঠ গুরুত্বপুর্ন ছিল।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।