Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অনুশীলনে মেসি, সুয়ারেজকে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ৭:২৮ পিএম

আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগায় ডার্বি ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে বার্সেলোনা। ৩০ মার্চের সেই কাতালান ডার্বিকে সামনে রেখে দলের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি। অনুশীলনে ছিলেন দলের আক্রমণভাগের আরেক তারকা লুইস সুয়ারেজও। কিন্তু শতভাগ ফিট ছিলেন না বার্সা ‘নাম্বার নাইন’।
বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি শেষে গত শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরেন আর্জেন্টাইন তারকা। কিন্তু ফেরাটা ভালো হয়নি ৫ বারের বর্ষসেরার। দলের ৩-১ গোলে হারের সঙ্গে তার উপর মাথা চড়া দেয় কুঁচকির ইনজুরি। যে কারণে মঙ্গলবার মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দলে ছিলেন না ৩১ বছর বয়সী। ম্যাচটি ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দেয় মেসির চোট গুরুতর নয়। তবে তারা কোন ঝুঁকি নিতে চায়নি। এজন্য ছিলেন বিশ্রামে। আবার মেসিকে দেখা যাবে চিরচেনা বার্সেলোনার জার্সিতে। সর্বশেষ ১৮ মার্চ রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ খেলে বার্সা, যে ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন মেসি। সুয়াজেরও পান গোলের দেখা। তবে ম্যাচের একেবারেই শেষ সময়ে হ্যামিস্ট্রিং চোট পান সুয়ারেজ।
আরেক আক্রমণ তারকা ওউসমান দেম্বেলেও চোট নিয়ে মাঠের বাইরে। যে কারণে এস্পানিওলের বিপক্ষে শনিবার মেসিকে খুব করে চাইবেন কোচ আর্নেস্তো ভালভার্দে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ