Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পিএম নরেন্দ্র মোদি’-কে নির্বাচন কমিশনের নোটিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ৬:৫৩ পিএম

ফের বিপাকে ‘পিএম নরেন্দ্র মোদি’। লোকসভা নির্বাচনের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। গান-বিতর্কের পর এ বার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ। বুধবার ওই অভিযোগে নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’-র প্রযোজকদের নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

এর আগেই ছবিটির বিরুদ্ধে ওই অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতারা। বুধবার সেই অভিযোগের ভিত্তিতে নোটিশ পাঠায় দিল্লির নির্বাচন কমিশন। দিল্লির মুখ্য নির্বাচনী কর্মকর্তা রণবীর সিংহ এ দিন জানান, আগামী ৩০ মার্চের মধ্যে ওই বায়োপিকের প্রযোজকদের কমিশনের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনের সময় সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়ায় কোনও রাজনৈতিক বিজ্ঞাপন দিতে গেলেও আগে থেকে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির অনুমতির প্রয়োজন হয়।’
ওই বায়োপিকের প্রযোজক ছাড়াও এর মিউজিক কোম্পানি-সহ দু’টি সংবাদপত্রকেও নোটিশ পাঠিয়েছে কমিশন। ওই দুই সংবাদপত্রেই ‘পিএম নরেন্দ্র মোদি’-র বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল।
বিবেক ওবেরয় অভিনীত ‘পিএম নরেন্দ্র মোদি’-র মুক্তির কথা ছিল আগামী ১২ এপ্রিল। তবে পরে দিনক্ষণ পরিবর্তন হয়েছে। এখন মুক্তি পাওয়ার কথা প্রথম দফার লোকসভা নির্বাচনের আগে, আগামী ৫ এপ্রিল। এই বায়োপিকের বিরুদ্ধে গত সোমবার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কপিল সিব্বল, অভিষেক মনু সিঙ্ঘভি, রণদীপ সুরজেওয়ালা এবং আরপিএন সিংহের মতো কংগ্রেস নেতারা। কপিল সিব্বলের অভিযোগ ছিল, এই বায়োপিকের সঙ্গে শিল্পকলার কোনও সম্পর্ক নেই। নির্বাচনের আগে অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্যই রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়েই তা তৈরি করা হয়েছে। এবং এই বায়োপিক বন্ধেরও দাবি করেছিলেন তারা।
বায়োপিকের গান নিয়েও কম জলঘোলা হয়নি। এর ট্রেলার মুক্তির পর তাতে গীতিকার জাভেদ আখতার ও সমীরের নাম থাকায় তা নিয়েও বিতর্ক হয়। দু’জনেই তাতে তীব্র আপত্তি জানিয়ে বলেছিলেন, ওই বায়োপিকের জন্য তারা গান লেখেননি। এ বার কমিশনের নোটিশের পর ফের বিতর্কে ‘পিএম নরেন্দ্র মোদি’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ