Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনশ’ কোটির হার উপহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

ভারতের শীর্ষ ব্যবসায়ী ও বিশ্বের অন্যতম সেরা ধনী মুকেশ আম্বানীর পুত্র আকাশের সাথে হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকা মেহতার বিয়ে হল গত ৯ মার্চ। মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। বিয়ের পরে আম্বানীর পুত্রবধূ কি কি উপহার পেলেন তা নিয়ে চলছে আলোচনা।
বিয়ের পরে মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানী উপহার হিসেবে হীরার একটি নেকলেস দিয়েছেন পুত্রবধূ শ্লোকাকে। ভারতীয় এক সংবাদ সংস্থা জানিয়েছে, শ্লোকার এই হারের দাম আনুমানিক ৩৭০ কোটি টাকা। নকশা ও কাটের দিক থেকে এর কোনও বিকল্প নেই, বলা হচ্ছে এমনটাই। এই হার দিয়ে কি কি কেনা যেতে পারত তারও একটি তালিকা দেয়া হয় প্রতিবেদনে। সেখানে বলা হয়, এই টাকায় মুম্বাইয়ের ক্ষেত্রেও ২ বেডরুমের ডুপ্লেক্স ফ্ল্যাট কেনা যেতে পারত ১২০টির বেশি। জুহুর মতো এলাকায় ১২টি ফ্ল্যাট কেনা যেতে পারে এই টাকায়। দিল্লির অভিজাত এলাকায় ৩ বেডরুম থেকে ৪ বেডরুমের ফ্ল্যাট কেনা যেত ১০০টির বেশি। ৬০০ বার দিল্লি থেকে নিউ ইয়র্ক সিটিতে বিমানে যাতায়াতও করা যেতে পারে এই টাকায়। তবে আম্বানী পরিবারের তরফে এ নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, নীতা আম্বানী এই বিগ ফ্যাট ওয়েডিংয়ে পুত্রবধূকে এমন কিছু দিতে চেয়েছিলেন যা সারাজীবন শ্লোকার কাছে থেকে যাবে স্মৃতি হিসেবে। আম্বানী পরিবারের নিয়মের মধ্যেও এমনটাই রয়েছে, যে উপহার প্রজন্মের পর প্রজন্ম ধরে রয়ে যাবে পরিবারে। প্রথমে নীতা ভেবেছিলেন শ্লোকাকে একটি সোনার হার দেবেন। নীতাকে কোকিলাবেন এই হারটি উপহার দিয়েছিলেন। কিন্তু পরে তিনি সিদ্ধান্ত বদল করেন। সোনার বদলে হীরা বেছে নিয়েছিলেন তিনি।
এদিকে আম্বানীর কন্যা ঈশা ভাইয়ের স্ত্রীকে একটি প্রাসাদোপম বাংলো উপহার দিয়েছেন। এই বিয়েতে গুগলের সিইও সুন্দর পিচাই থেকে রতন টাটা, টাটা গ্রুপের ম্যানেজার, মাহিন্দ্রার সিইওসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সূত্র : দ্য লাইভ মিরর।



 

Show all comments
  • রিফাত ২৭ মার্চ, ২০১৯, ১:০৯ এএম says : 0
    বড়লোকের বিরাট ব্যাপার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ