বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলের ৪২টি উপজেলার মধ্যে ১৪টিতে গতকাল ভোটারবিহীন উপজেলা নির্বাচন উপলেক্ষে সব ব্যাংক-বীমা বন্ধ রাখার নির্দেশের প্রেক্ষিতে নির্বাচনী এলাকার বাইরে বরিশাল সিটি করপেরেশন এলাকাসহ পৌর এলাকাগুলোতে সাধারন মানুষ চরম বিপাকে পড়েন। নির্বাচনী এলাকার বাইরের ব্যাংক বন্ধ রাখার এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের এ ঘটনায় দুদিনের সাপ্তাহিক ছুটির পরে বরিশাল মহানগরীসহ বেশ কয়েকটি পৌর এলাকার তরফ থেকে কোন পূর্ব ঘোষণাও ছিলনা।
ফলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীগণও বিড়ম্বনায় পরেন। বরিশাল বিভাগের ৬টি এবং মাদারীপুর ও শরীয়তপুর জেলার এলাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসও গতকাল বন্ধ রাখা হয়। ফলে কয়েক হাজার সঞ্চয়পত্রের গ্রাহকও তাদের মুনাফার টাকা তুলতে না পেরে চরম দূর্ভোগের শিকার হন। আরো কয়েক হাজার গ্রাহকের ব্যাংক হিসেবে গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে ‘ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার-ইএফটি’ বন্ধ ছিল।
উল্লেখ্য, গতকাল দক্ষিণাঞ্চলের যে ১৪টি উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে, তার কোনটিতেই সিটি করপোরেশন বা পৌর এলাকাগুলোতে ভোট গ্রহন হয়নি। বিষয়টি নিয়ে গতকাল বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের নির্বাহী পরিচালকের সাথে আলাপ করা হলে তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এরপরেও বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্থানীয় নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করা হলেও কোন ফল হয়নি বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।