Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব যক্ষ্মা দিবস রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

স্টাফ রিপোর্টার : বপুলসংখ্যক মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও গতকাল বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্ক, হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুইমিং পুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। যক্ষ্মা দিবসের এবারের শ্লোগান-‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার।’ শোভাযাত্রায় বিশিষ্ট বাউল শিল্পী আলম দেওয়ানের ‘যক্ষ্মাবিষয়ক’ সচেতনতামূলক সংগীত পরিবেশনা করা হয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, ব্র্যাক ও অন্যান্য সহযোগী সংস্থাসমূহ যৌথভাবে এই শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর প্রফেসর ডা. মো. শামিউল ইসলাম, ন্যাশনাল এন্টি টিউবারকিউলসিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নাটাব)- এর প্রেসিডেন্ট মোজাফ্ফর হোসেন পল্টু, ব্র্যাকের কমিউনিকেবল ডিজিজেস কর্মসূচির পরিচালক ড. মো. আকরামুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যক্ষ্মা

১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ