বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে ফলাফল বর্জন করেছে বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের এই সিদ্ধান্তের বাইরে কেউ কোন নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেয়া হয়। এরপরও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ইতোমধ্যে দলের বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সর্বশেষ রোববার (২৪ মার্চ) একই কারণে আরও ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন করে বহিষ্কার হওয়া নেতারা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি জেসমিন আরা জোসনা, বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি মির্জা খাদিজা, মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপি যুবদলের সভাপতি খন্দকার লিয়াকত হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল আলীম মনোয়ার এবং মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম তুষার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।