Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখে ভারত মাতা কি জয় বলা মানেই দেশপ্রেম নয় : নাইডু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

দেশের নাগরিকদের দেশপ্রেমের মানে বোঝালেন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। দেশপ্রেম মানে মুখে ‘ভারত মাতা কি জয়’ বুলি আওড়ানো নয়। তা স্পষ্ট করে দেন ভাইস প্রেসিডেন্ট। পাশাপাশি দেশের যুব সমাজকে ধর্ম ও জাতপাতের নিরিখে মানুষের মধ্যে বিভাজন তৈরি না করার আবেদন জানান তিনি। রবিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু বলেন, “দেশপ্রেম মানে ভারত মাতা কি জয় বলা নয়। সবার যাতে জয় হয় সেটাই দেশপ্রেম। কেউ যদি ধর্ম, জাত-পাত, শহর ও গ্রামের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করে তার মুখে ভারত মাতা কি জয় বলা শোভা পায় না। জাতপাত ও ধর্ম নয়, তরুণ প্রজন্মকে দুর্নীতি, অশিক্ষা, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে ‘নতুন ভারত’ তৈরির সংকল্প নিতে বলেন। ভাইস প্রেসিডেন্টের কথায়, দেশের যুবসমাজের উচিত নতুন ভারত গঠনে উদ্যোগী হওয়া। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ