বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চললেও ভোটারদের মধ্যে সাড়া নেই। সকাল থেকে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। এছাড়া পৌর এলাকার মত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুরু থেকেই ইভিএম বিকল হয়ে পড়ায় প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহন।
সরজমিন সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার মত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এই কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ইভিএম বিকল হয়ে পড়ায় ভোট গ্রহণ বন্ধ থাকে। প্রায় আড়াই ঘন্টা পর বিকল হয়ে পড়া ইভিএম মেরামত করা হলে সকাল সাড়ে ১০টার দিকে ভোট গ্রহণ শুরু হয়।
পৌনে ১১টা পর্যন্ত ওই ভোট কেন্দ্রের ১নং বুথে ৩৯৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে মাত্র ৫ জন। এছাড়া ২নং বুথে ১৯ জন, ৩নং বুথে ১১ জন ও ৪ নং বুথে ৭ জন ভোটার ভোট গ্রয়োগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।