Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকার প্রার্থীসহ আহত ১৯

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ৮:৩৩ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাত সাড়ে ১০টার দিকে গুলিশাখালী বাজারে সহিংসতায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হোসাইন মোশাররফ সাকু ও হলতা গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলম ঝনোসহ ১৯ জন আহত হয়েছে। অন্যান্য আহতরা হলেন, মোঃ বাবুল (৪০), মোতালেব তালুকদার (৪৫), রাজিব (৩০), নাদল সিকদার (৪০), জুনায়েদুর রহমান (৩৮), নয়ন মৃধা (২৫), জাহাঙ্গীর তালুকদার (৫২), রোজি (২৪), জারাল তালুকদার (৪৫), নাসির উদ্দি (২৮), রাজু (২৫), জসিম (২২), মনির চৌকিদার (৩০), স্বপন ফরাজি (৪২), আঃ রহমান (৩৯), আলমগীর (৩৫) ও নাইম (২২)।
আহতদের মধ্যে শনিবার রাতে মোশাররফ সাকু, রিয়াজুল আলম ঝনো, বাবুল ও মোতালেব তারুকদারকে বরিশাল মেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি এমআর শওকত আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ