Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলির দলকে গুড়িয়ে শুরু ধোনির

আইপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ১১:৫৪ পিএম | আপডেট : ৩:১৪ পিএম, ২৪ মার্চ, ২০১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরে বিরাট কোহলির দলের যাত্রাটা শুভ হলো না। শিরোপা ধরে রাখার মিশনে নামা মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে দাঁড়াতেই পারেনি কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালুরুকে মাত্র ৭০ রানে গুটিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় চেন্নাই।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে স্পিনবান্ধব উইকেটে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীরা গুটিয়ে যায় ১৭.১ ওভারে। বল হাতে আগুন ঝরান স্পিন ত্রয়ী হারভাজন সিং, ইমরান তাহির ও রবিন্দ্র জাদেজা। ব্যাঙ্গালুরুর আসা-যাওয়ার শুরুটা হয় ওপেনে নামা কোহলির বিদায়ে, দলীয় ১৬ রানে। এরপর একে একে দলপতির পথ ধরেন এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমেয়ার, মইন আলি, ডি গ্র্যান্ডহোমের মত ভয়ঙ্কর সব ব্যাটসম্যানরা। দুই অঙ্কে পৌঁছাতে পারেন কেবল ওপেনার পার্থিব প্যাটেল (৩৫ বলে ২৯)।

চার ওভারের বোলিং কোটায় মাত্র ৯ রানের খরচায় ৩ উইকেট নেন তাহির, ২০ রানে ৩টি নেন হারভোজোনও, ১৫ রানে ২টি নেন জাদেজা।

জবাবে শেন ওয়াটসন (০), আম্বাতি রাইডু (৪২ বলে ২৮) ও সুরেশ রাইনার (২১ বলে ১৯) উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে চেন্নাই।



 

Show all comments
  • MD Hasan ২৫ মার্চ, ২০১৯, ৩:৩৮ এএম says : 0
    Don’t waste quality of the news by publishing silly IPL. They don’t send player in our BPL. We want to real real news!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ