নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরে বিরাট কোহলির দলের যাত্রাটা শুভ হলো না। শিরোপা ধরে রাখার মিশনে নামা মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে দাঁড়াতেই পারেনি কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচে ব্যাঙ্গালুরুকে মাত্র ৭০ রানে গুটিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় চেন্নাই।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে স্পিনবান্ধব উইকেটে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীরা গুটিয়ে যায় ১৭.১ ওভারে। বল হাতে আগুন ঝরান স্পিন ত্রয়ী হারভাজন সিং, ইমরান তাহির ও রবিন্দ্র জাদেজা। ব্যাঙ্গালুরুর আসা-যাওয়ার শুরুটা হয় ওপেনে নামা কোহলির বিদায়ে, দলীয় ১৬ রানে। এরপর একে একে দলপতির পথ ধরেন এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমেয়ার, মইন আলি, ডি গ্র্যান্ডহোমের মত ভয়ঙ্কর সব ব্যাটসম্যানরা। দুই অঙ্কে পৌঁছাতে পারেন কেবল ওপেনার পার্থিব প্যাটেল (৩৫ বলে ২৯)।
চার ওভারের বোলিং কোটায় মাত্র ৯ রানের খরচায় ৩ উইকেট নেন তাহির, ২০ রানে ৩টি নেন হারভোজোনও, ১৫ রানে ২টি নেন জাদেজা।
জবাবে শেন ওয়াটসন (০), আম্বাতি রাইডু (৪২ বলে ২৮) ও সুরেশ রাইনার (২১ বলে ১৯) উইকেট হারিয়ে ১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে চেন্নাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।