Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএলের সব পুরস্কার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ৩:১৮ পিএম | আপডেট : ৯:৫৮ পিএম, ২৩ মার্চ, ২০১৯

প্রতি আসরের ন্যায় এবারো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অর্থের ছড়াছড়ি থাকছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১৫ কোটি ভারতীয় রুপি। রানার্সআপদের দেয়া হবে ১০ কোটি রুপি। প্লে-অফের অন্য দুই দল পাবে ৫ কোটি রুপির চেক। এছাড়া প্রতি ম্যাচে এবং পুরো টুর্নামেন্টে থাকছে নানা অর্থ পুরষ্কার।

শনিবার রাতে পর্দা উঠছে আইপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। উদ্বোধনী ম্যাচের আগেই আয়োজকরা জানিয়েছে টুর্নামেন্টে প্রাইজমানি কত থাকছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ প্রাইজমানি ছাড়াও টুর্নামেন্টের থাকছে আকর্ষণীয় অর্থ পুরষ্কার। যা নি¤œরুপ:

 

প্রতি ম্যাচের পুরস্কার

 

লিগের ম্যাচসেরা : রাউন্ড রবিন লিগের প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া ক্রিকেটারকে দেয়া হবে ১ লাখ রুপি।

 

প্লে-অফ রাউন্ডে ম্যাচসেরা : প্লে-অফ অর্থাৎ সেরা চারের প্রতি খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হওয়া খেলোয়াড় পাবেন ৫ লাখ রুপি।

 

সেরা ক্যাচ : প্রতি ম্যাচের সেরা ক্যাচের জন্য থাকছে ১ লাখ রুপি অর্থ পুরষ্কার।

 

সর্বোচ্চ ছক্কা : প্রতি ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১ লাখ রুপি। দু’জন ব্যাটসম্যান সমান ছক্কা হাকালে সবচেয়ে লম্বা ছক্কা মারা ব্যাটসম্যান পাবেন এই পুরষ্কার।

 

অরেঞ্জ ক্যাপ: পুরো টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের মাথায় থাকবে অরেঞ্জ ক্যাপ।

 

পার্পল ক্যাপ : পুরো টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ উইকেট শিকারী মাথায় পড়বেন পার্পল ক্যাপ।

 

অন্যান্য পুরস্কার

 

পিচ এবং মাঠের পুরষ্কার : সাত কিংবা তারচেয়ে অধীক ম্যাচ আয়োজন করা মাঠকে দেয়া হবে ৫০ লাখ রুপি। এর কম ম্যাচ হওয়া মাঠ পাবে ২৫ লাখ রুপি।

 

সেরা ক্যাচ : পুরো আসরের সব ম্যাচ মিলিয়ে সেরা ক্যাচ ধরা ক্রিকেটার পাবেন ১০ লাখ রুপি।

 

সর্বোচ্চ ছক্কা : টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি। এক্ষেত্রেও টাই হলে বিবেচনায় আনা হবে ছক্কার দূরত্ব।

 

দ্রুততম ফিফটি : পুরো টুর্নামেন্টে দ্রুততম ফিফটি হাঁকানো ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি। এক্ষেত্রে টাই হলে বিবেচনায় নেয়া হবে আসরের স্ট্রাইক রেট।

 

সেরা স্টাইলিশ প্লেয়ার : ম্যাচে প্রভাবের ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন টুর্নামেন্টের সেরা স্টাইলিশ প্লেয়ার। তিনি পাবেন ১০ লাখ রুপি।

 

সেরা শট : পুরো আসরের সব থেকে অভিনব, সৃষ্টিশীল ও দর্শনীয় শট খেলা ব্যাটসম্যান পাবেন ১০ লাখ রুপি।

 

উদীয়মান খেলোয়াড় : এবারের আসরের সেরা উদীয়মান খেলোয়াড় পাবেন ১০ লাখ রুপি।

 

সবচেয়ে দামী খেলোয়াড় : পুরো আসরজুড়ে সবচেয়ে বেশি এমভিপি ( মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) পয়েন্ট পাওয়া ক্রিকেটার পাবেন ১০ লাখ রুপি অর্থপুরষ্কার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ