Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোরপূর্বক কেন্দ্র দখলের আশংকা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ৮:১১ পিএম

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জোরপূর্বক কেন্দ্র দখলের আশংকা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া। শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে জেলা যুবলীগের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন আমার কর্মী সমর্থকদের প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। উস্কানিমূলক দিয়ে আইন নিজের হাতে তুলে দিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্টের পায়তারা করছেন। এ কারণে আমার নির্বাচনী গণসংযোগ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউপির সবকটি কেন্দ্র জোরপূর্বক দখলের আশংকা করছেন।

কালু ভূঁইয়া বলেন, এসব অনিয়মের বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তর্পূবক দোষীদের আইনের আওতায় আনলেই চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে। উপজেলাবাসী নিবিঘেœ ভোট দিতে পারলে আমি আনারস মার্কা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রবীন নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়াসহ শতাধিক নেতাকর্মী।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারীর সঞ্চালনায় প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ