বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরে ঘরের সৌন্দর্য বাঁচানোর অজুহাতে জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করেছে তার আপন ভাতিজা বখাটে জাবেদ হোসেন। আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জামাল উদ্দিন।
এর আগে ১৭ মার্চ রোববার সকালে জামাল উদ্দিনকে ছুরি দিয়ে জবাই করার পর ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। নিহত জামাল উদ্দিন সদর উপজেলার যাদৈয়া এলাকার মৃত হাবিব উল্লাহ’র ছেলে ও ইটভাটার শ্রমিক।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ৪জনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা অভিযুক্ত জাবেদ হোসেন,তার বাবা জাফর আহম্মদ,মা ও বোনকে আসামী করা হয়। অপরদিকে ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্তরা। ঘটনার ৬দিন পার হলেও পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী জানান স্থানীয়রা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরে স্ত্রীসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
উল্লেখ্য, ১৭ মার্চ রবিবার বিকালে বৃদ্ধ জামাল উদ্দিন তার ঘরের সিঁড়ি নির্মাণের কাজ করছিলেন। জাবেদ হোসেন ওই কাজে বাধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে জামাল উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে তার আপন ভাতিজা জাবেদ। মুহুর্তের মধ্যে আবার একটি ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন আহত জামাল উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর মারা যায় জামাল উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।