Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির ‘সত্যি’ সামনে নিয়ে আসতে চান প্রিয়াঙ্কা

কথা রাখেন না : নিজের বিজ্ঞাপন প্রচারে ব্যস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের কংগ্রেস দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, কথা দিয়ে রাখেন না, নিজের বিজ্ঞাপন প্রচার করতেই ব্যস্ত নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে দাঁড়িয়ে ‘প্রমাণ’ হাতে নিয়ে এই ভাষাতেই তাকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা। মোদির ‘সত্যি’কেও সামনে আনতে চান তিনি। খবর আনন্দবাজার পত্রিকা।
গঙ্গা বক্ষে তিন দিনের প্রচারের শেষ পর্বে প্রিয়াঙ্কা বুধবার পৌঁছেন বারাণসীতে। রামনগর ঘাট থেকে মোটরবোটে অসিঘাট। তার পরে দশাশ্বমেধ ঘাটে আরতি। ভিড় করে থাকা উৎসাহী সমর্থকেরা তার দিকে ফুল ছুড়তে থাকেন। তবে শুধু কংগ্রেসিরাই নয়, প্রিয়ঙ্কার জন্য অপেক্ষা করে ছিল বিজেপির ‘অভ্যর্থনা’ও।
দলের সমর্থকদের সামনে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নিজেই তুলে ধরেন সে কথা। বলেন, ‘আমি রাস্তা দিয়ে আসছিলাম। তখন বিজেপির কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন। তবে আমাদের রাজনীতি এমন নয়। কংগ্রেস কর্মীরা ইংরেজের মার সয়েছে। কিন্তু কারও উপরে হাত তোলেনি। শুধু সত্যিকে সামনে এনেছে।’
বারাণসীতে দাঁড়িয়ে এ দিন নরেন্দ্র মোদীর ‘সত্যি’কেও সামনে আনতে চান রাজীব-কন্যা। গত লোকসভা ভোটে বিজেপির ইস্তাহার তুলে ধরে বলেন, ‘বারাণসীর জন্য মোদিজির দেওয়া আটটি প্রতিশ্রুতির কথা এখানে রয়েছে।’ তার পর অনেকটা মোদির ঢঙেই বলেন, ‘এর মধ্যে একটা প্রতিশ্রুতিও প‚রণ হয়েছে কি হয়নি?’ প্রিয়াঙ্কার মন্তব্য, ‘প্রতিশ্রুতি দিয়ে মোদি একটা কথাও রাখেননি। প্রচারের রাজনীতি খুব সোজা। যে কেউই করতে পারে।’
এ দিন পুরনো রামনগরে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর বাসভবনে যান প্রিয়াঙ্কা। শাস্ত্রী চকে লালবাহাদুর শাস্ত্রীর মূর্তিতে মালা দেন তিনি। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে ‘গঙ্গা যাত্রা’-র কর্মস‚চি শেষ করেন প্রিয়াঙ্কা।
প্রয়াগরাজ থেকে বারাণসী প্রায় ১৪০ কিলোমিটারের সফরে উত্তরপ্রদেশ কংগ্রেসের নেতারাই শুধু নন, প্রিয়াঙ্কার সঙ্গী ছিলেন কয়েক জন পড়–য়াও। উত্তরপ্রদেশের ভোটের আগে এই সফরে বিভিন্ন মন্দির, দরগায় গিয়েছেন কংগ্রেস নেত্রী। বিজেপি যে এতে উদ্বিগ্ন, তা-ও স্পষ্ট হয়ে গিয়েছে প্রিয়াঙ্কার সামনে মোদির নামে স্লোগান ওঠায়। বিজেপির শীর্ষ নেতারাও তাকে আক্রমণ শুরু করেন। তবে বিজেপিই শুধু নয়, প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির সাংসদ ও মুলায়ম সিংহের ভাই রামগোপাল যাদবও। বিভিন্ন মন্দিরে প্রিয়াঙ্কর যাওয়া নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিপদ বুঝলেই মানুষ মন্দিরে যায়। উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্কট তো রয়েইছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ