Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফ-৩৫ সরবরাহ স্থগিত রাখবে

ইউরোপে যুক্তরাষ্ট্রের ছয়টি বি-৫২’র বিপরীতে রুশ টিইউ-২২এম৩ মোতায়েনের সিদ্ধান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তুতি স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করায় শিগগিরই এ ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। ইতোপূর্বে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার তৈরি এস ৪০০ কেনা থেকে ন্যাটো মিত্র তুরস্ককে বিরত রাখতে তারা দেশটির কাছে মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে আগ্রহী। তবে দফায় দফায় যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্তে¡ও আঙ্কারা রুশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ থেকে সরে না আসায় এখন বিকল্প চিন্তা করছেন মার্কিন কর্মকর্তারা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা হচ্ছে, তুরস্ক একইসঙ্গে উন্নত প্রযুক্তির মার্কিন বিমান এবং রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারে না। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষামন্ত্রী কাটি হুইলবার্গার রয়টার্সকে বলেন, এস-৪০০ একটি কম্পিউটার। এফ-৩৫-ও একটি কম্পিউটার। আপনি নিশ্চয়ই আপনার কম্পিউটারকে প্রতিপক্ষের কম্পিউটারের সঙ্গে যুক্ত করবেন না। এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান। অপরদিকে, রাশিয়ার আধিপত্য ঠেকাতে ইউরোপে বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই ইউরোপে পরমাণবিক সক্ষমতাসম্পন্ন ছয়টি বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে মার্কিন বিমান বাহিনী। রাশিয়া যখন ক্রিমিয়া দখলের পাঁচ বছর পূর্তি উদযাপন করছে এমন সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলো। এর মধ্য দিয়ে ইউরোপে রুশ আগ্রাসন ঠেকানো ও অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। রয়টার্স, পার্স টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ