Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিএনপির ১৭ নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ৭:২২ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে ফলাফল বর্জন করেছে বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের এই সিদ্ধান্তের বাইরে কেউ কোন নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেয়া হয়। এরপরও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ইতোমধ্যে দলের বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সর্বশেষ বৃহস্পতিবার (২১ মার্চ) একই কারণে আরও ১৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে- চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ, নবীনগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মুছেনা বেগম, সরাইল বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড. নুরুজ্জামান লস্কর তপু, সদস্য শামীমা আক্তার, ময়মনসিংহের মোঃ ফজল হক, নাসিমা আক্তার রুবি, মনোয়ারা বেগম, এ্যাড. কামরুজ্জামান কিরন, মাগুরা বিএনপির জাহাঙ্গির আলম খান বাচ্চু, শ্রীপুরের নার্গিস সুলতানা, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান আলী, সদস্য মোঃ আনোয়ারুল আজিম বাবু, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ইন্দোনেশিয়া, খুলনা জেলা বিএনপির উপদেষ্টা মোল্লা মাহবুবুর রহমান, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য গাজী আবদুল হালিম এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য অর্জুন মনি চাকমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ