Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পগবার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ৬:০৭ পিএম

ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা বলেছেন, একদিন রিয়াল মাদ্রিদে খেলা তার স্বপ্ন। তবে ওল্ড ট্রাফোর্ডে বর্তমানে সুখে আছেন বলেও মন্তব্য করেন বিশ্বকাপজয়ী তারকা।
রিয়াল মাদ্রিদে কোচের ভূমিকায় জিনেদিন জিদান ফেরার পর থেকেই গুঞ্জন, পছন্দের খেলোয়াড় কিনতে আসছে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে আটঘাট বেঁধে মাঠে নামবে বার্নাব্যুর দলটি। এজন্য অনেক তারকা খেলোয়াড়ের দিকে নজর ইউরোপিয়ান জায়ান্টদের।
জিদান নিজে পগবার খেলার ভক্ত। নতুনভাবে দল গঠনে তাকে ভাবতে হচ্ছে মিডফিল্ডে লুকা মদরিচ ও টনি ক্রুসের পড়তি ফর্ম নিয়ে। বুধবার বার্নাব্যু দলে জিদানের ফেরা ও লা লিগায় তার যোগদানের সম্ভব্যতার প্রশ্নে খোলামেলা উত্তর দেন পগবা, ‘আমি সবসময় এটা বলে এসেছি। রিয়াল মাদ্রিদ সবার জন্যেই একটা স্বপ্ন। এটা বিশ্বের অন্যতম বড় ক্লাব। জিদান সেখানকার কোচ। এটা ছোট-বড় সব খেলোয়াড়দের স্বপ্ন।’
ইউরো ২০২০ বাছাইয়ে আজ ফ্রান্সের প্রতিপক্ষ মালদোভা। এজন্য দক্ষিণ প্যারিসের ক্লেইরেফন্টেইনে ট্রেনিং ক্যাম্প বসিয়েছে দিদিয়ের দেশমের দল। সেখানেই এক সংবাদ সম্মেলনে সাবেক জুভেন্টাস তারকা বলেন, ‘আমি এখন ম্যানচেস্টারে সুখে আছি। নতুন কোচ এসেছে, আমিও খেলি। এখন আমি ম্যানচেস্টারের। ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ-ই জানি না।’
ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা পগবা চার মৌসুমের জন্য জুভেন্টাসে পাড়ি দেন। ২০১৬ সালে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আবার ওল্ড ট্রাফোর্ডে ফেরেন ২৬ বছর বয়সী। এখানে তার বর্তমান চুক্তি ২০২১ সাল পর্যন্ত। এরপরও প্রায়-ই পগবার এজেন্ট মিনো রাইলো রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজের সঙ্গে যোগাযোগ রাখেন বলে এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএনএফসি।
সংবাদ সম্মেলনে সাবেক কোচ হোসে মরিনহোকে নিয়ে প্রশ্ন করলে মুখে এক চিলতি হাসি নিয়ে পগবার কৌতুহলী উত্তর, ‘এটা মাজার প্রশ্ন। সমস্যাটা কি ছিল? আমরা জিতছিলাম না। এজন্যই তারা কোচ বদলেছে। বিস্তারিত না বলে শুধু এটুকুই বলবÑ ফলাফলই আসল। যদি আমরা জিততাম তাহলে ফলাফল ইতিবাচক হতো, কোচও থেকে যেতেন।’
জাতীয় দল নিয়ে পগবা বলেন, ‘কোচ আমাদের জয়ের ধারায় রাখতে চান। আমরা জানি, একটা বিশ্বকাপ জেতার পর জয়ের ধারা ধরে রাখা সহজ নয়। তবে আমরা আশাবাদী গ্রুপের শীর্ষে থেকে ইউরো বাছাইপর্ব পার করার ব্যাপারে।’
ইউরো ২০২০ বাছাইয়ে ফ্রান্সের গ্রুপে মালদোভা ছাড়াও রয়েছে অ্যান্ডোরা, আইসল্যান্ড, আরবেনিয়া ও তুরস্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ