মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাড়ে ৭ কোটি গাছ লাগিয়ে বিশ্বের সর্ব বৃহৎ পার্ক বানানোর প্রকল্প হাতে নিয়েছে সউদী আরব। এতে ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানিছেয়ে দেশটির সরকার। খবর আরব নিউজের। রাজধানী রিয়াদকে সবুজে মুড়িয়ে দিতে মঙ্গলবার ২৩০০ কোটি মার্কিন ডলারের এ উচ্চাকাক্সক্ষী প্রকল্প হাতে নেন সউদী আরব। বাদশাহ সালমান পার্ক, স্পোর্টস ভলেভার্ড, গ্রিন রিয়াদ ও রিয়াদ আর্ট নামে চার কিস্তিতে এ বছরই পার্কটির কাজ শুরু হবে। এতে করে একদিকে রাজধানীতে যেমন সবুজায়ন হবে এবং পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে ৭০ হাজার নতুন কর্মসংস্থাণ সৃষ্টি হবে। আরব নিউজ এ খবর জানিয়েছে। অপর এক খবরে বলা হয়, ঘনবসতিপূর্ণ শহরটিতে নতুন করে সাজাতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বাদশাহ সালমান ঘোষিত প্রকল্পের মধ্যে রয়েছে, বিনোদন পার্ক নির্মাণ, খেলাধুলার নগরী, বৃক্ষবেষ্টিত মরুদ্যান, এবং একটি শিল্পকেন্দ্র। বিপুল অর্থ বিনিয়োগের এই প্রকল্পটি দেখভাল করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব নিউজ, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।