Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

হাস্যকর কার্যকলাপ থেকে বিরত থাকতে প্রভোস্ট কমিটিকে সাদা দলের আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ৬:১০ পিএম

হাস্যকর কার্যকলাপ থেকে বিরত থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সদস্যদের আহ্বান জানিয়েছেন সাদা দলের শিক্ষকরা। ডাকসু ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণকারী ৮ জন শিক্ষকের বিরুদ্ধে প্রভোস্ট কমিটির সভায় শাস্তি দাবির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা বলেন।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন সরেজমিনে পর্যবেক্ষণ করে ঢাকা বিশ্বদ্যিালয়ের ৮ জন শিক্ষক ব্যাপক অনিয়মের চিত্র তুলে ধরে এ ত্রুটিযুক্ত নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলেন। পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করায় গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় তাদের শাস্তি দাবি করে। এতে শিক্ষকরা বিস্মিত, হতবাক হয়েছেন। তারা বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মারাসহ পর্যবেক্ষক দলের প্রতিবেদনে যেসব অনিয়মের অভিযোগ করা হয়েছে তার প্রত্যেকটি অভিযোগ সত্য। শিক্ষার্থীদের অভিযোগ ও গণমাধ্যমেও এসব অনিয়মের কথা উঠে এসেছে। সাদা দলের পক্ষ থেকেও এসব অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের দিনই ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রত্যাখ্যান ও পুনঃনির্বাচনের দাবি জানানো হয়েছিল। কিন্তু আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে কর্তৃপক্ষ এ নির্বাচনে অনিয়মের সাথে জড়িতদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টো এ নির্বাচনে সংঘটিত অনিয়ম কারচুপির ব্যাপারে যারা কথা বলেছেন, সোচ্চার হয়েছেন, তাদের বিরুদ্ধে প্রভোস্ট কমিটি থেকে শাস্তির দাবি করা হচ্ছে।

প্রভোস্ট কমিটির দাবিকে হাস্যকর মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, যারা ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য নস্যাৎ করেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে দুই শতাধিক শিক্ষকের নাম রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ মোর্শেদ হাসান খান, ড. সদরুল আমিন, ড. মো. সিরাজুল ইসলাম, ড. মোঃ আখতার হোসেন খান, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মো. আবুল কালাম সরকার, মো. আতাউর রহমান বিশ্বাস, ড. মো. শহীদুল ইসলাম, ড. মোঃ আনোয়ারুল ইসলাম, মুক্তার আলি, মো. আল আমিন, ড. এ এস এম আমানুল্লাহ, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ড. মামুন আহমেদ, ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ড. মোঃ মেহেদী মাসুদ, ড. মো. নুরুল আমিন, ইসরাফিল প্রামাণিক, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মোঃ মহিউদ্দিন, ড. মোঃ গোলাম রব্বানী, ড. মো: আবদুর রশীদ, মো. মাহফুজুল হক, ড. লায়লা নূর ইসলাম, ড. কামরুজ্জামান, ড. মোঃ এমরান কাইয়ুম, ড. হায়দার আলী, ড. মো. এনামুল হক, ড. দিলীপ কুমার বড়ূয়া, ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, ড. মো. আসলাম হোসেন, রাশীদ মাহমুদ, ড. মোঃ মোজাম্মেল হক, আ কা ফিরোজ আহমদ, ড. মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ সফিউল্ল্যাহ, ড. মোঃ সাইফুল ইসলাম, ড. বোরহান উদ্দীন খান, মো. মাহ্ফুজুল ইসলাম, তাহমিনা আখতার, ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, হোসনে আরা বেগম, ড. মোঃ আবুল বাশার, ড. শেখ নজরুল ইসলাম, ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোঃ আতাউর রহমান মিয়াজী, মোঃ মুজাহিদুল ইসলাম, ড. ছিদ্দিকুর রহমান নিজামী, আহমেদ জামাল আনোয়ার, এ এস এম মহিউদ্দিন, এ বি এম শহিদুল ইসলাম, ড. সৈয়দ আলী আহসান, ড. নেভিন ফরিদা, ড. মোবাশ্বের মোনেম, ড. মুসলেহ উদ্দিন তারেক, ড. মোঃ আব্দুল কাদের, মোঃ মাজহারুল আনোয়ার, ড. মোঃ আবদুর রব, ড. মোঃ আবদুল কাইয়ুম, ড. মোঃ আবুল বাসার, কাওসার হোসেন টগর, ড. মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী, ড. মোঃ আনিছুর রহমান খান, ড. মোঃ কামরুল এহসান, ড. মোঃ সায়েদুল ইসলাম, ড. খোন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ড. আমিনুল ইসলাম ভূইয়া, ড. মোঃ খলিলুর রহমান, ড. বাবুনা ফায়েজ, ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী, ড. এ.এ. মাহবুব উদ্দিন চৌধুরী, ড. এস. এম. মোস্তফা আল-মামুন, শামীম শামছি, ড. মাহমুদ ওসমান ইমাম, ড. মুস্তাফিজুর রহমান, ড. রাজিয়া বেগম, ড. সাহিদা ইসলাম, ড. ছগীর আহমেদ, ড. জাহিদুল ইসলাম, ড. সিরাজুল হক, ড. মো. শামসুল আলম, এম এ কাউসার, মোহাম্মদ আসাদুজ্জামান, ড. মো. শফিকুর রহমান, ড. ইউসুফ ইবনে হোসাইন, ড. মো. মাসুদ আলম, ড. শেখ মো. ইউসুফ, আবদুল আজিজ, ড. মোঃ আনোয়ারুল আজিম আকন্দ, ড. শাহনুর হোসাইন, সাবরিনা শাহনাজ, রেজা আসাদ হুদা অনুপম, ড. মো আজহারুল ইসলাম, ড. শেখ মনির উদ্দিন, ড. মোঃ আব্দুল মজিদ, ড. মোহাম্মদ কামরুজ্জামান, ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. মোঃ আবদুল করিম, ড. মোঃ আবদুস সালাম, ড. মোঃ আখতারুজ্জামান, ড. মোঃ নাদিরুজ্জামান মন্ডল, ড. মোঃ হাসান উজ্জামান, ড. মহব্বত আলী, ড. মোঃ খলিলুর রহমান, ড. মোঃ জাকির হোসেন খান, ড. আফরোজ সুলতানা চ্যামন, ড. আবদুস সালাম, ড. আরিফ বিল্লাহ, ড. নাজমুল আহসান, ড. এ এইচ এম জুলফিকার আলী, ড. মোঃ সাইফুল ইসলাম, ড. মুহাম্মদ মেজবাহ উল ইসলাম, ড. মু: মুছলেহ উদ্দীন, ড. মুহাম্মদ আবদুল লতিফ, ড. মুহাম্মদ ইউসুফ, ড. মুহাম্মদ মুসলেহ উদ্দিন, ড. মুহাম্মদ শামছুল আলম, ড. শাকিল উদ্দিন আহমেদ, ড. মুর্শিদা বেগম, মৌটুসী তানহা, ড. মোহাম্মদ আজহারুল ইসলাম, ড. মোহাম্মদ শরীফুর রহমান, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কায়সার, ড. মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, সেহেলী পারভীন, ড. গোলাম রব্বানী, মোহাম্মদ দাউদ খান, মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মামুন চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইয়া, ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. মোঃ বেলাল হোসেন, মোঃ মেহেদী হাসান খান, ড. মিরাজ কুবাদ চৌধুরী, ড. শাহ এমরান, ড. সেলিম রেজা, ড. এটিএম জাফরুল আজম, ড. হাফিজউদ্দিন ভূঁইয়া, মোঃ আবদুল কাদির, মোঃ আলমগীর হোসেন, মোঃ আজহারুল ইসলাম, ড. মোঃ তাজুল ইসলাম, ড. মোঃ মিজানুর রহমান, মোঃ নুরুল ইসলাম, ড. মোঃ রবিউল ইসলাম, মোঃ রবিউল হক, মোঃ কুতুব উদ্দিন, ড. কাজী মোস্তাক গাউসুল হক, ড. মোঃ জসিম উদ্দীন, আ ন ম সালাহ উদ্দিন, ড. হাসান তালুকদার, মো. রাশেদুজ্জামান, কাজী মাহবুবুর রহমান, আবদুস সালাম, মোঃ আলমগীর হোসেন সম্রাট, আবু আসাদ চৌধুরী, আমিরুস সালাত, ড. নাজমুজ্জামান ভূইয়া, নুসরাত ফাতেমা, ড. এটিএম মোস্তফা কামাল, মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রুহুল আমিন, ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, মোঃ নুরুল আমিন, ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, ওমর ফারুক, সাইফুদ্দিন আহমেদ, ড. হাফিজ মুজতবা রিজা আহমাদ, ড. মো. সানাউল্লাহ, মো. রফিকুল ইসলাম, ড. মঈনুল ইসলাম, ড. মু আরিফুল হক, ড. মোহাম্মদ কামরুজ্জামান, ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ