Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ২:০৬ পিএম

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন, অমর একুশে হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকনে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির অনুরোধে সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।

এছাড়া মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সড়ক পরিবহন আইনের কঠোরতম প্রয়োগে, গণপরিবহনগুলোকে ট্রাফিক আইন মানতে বাধ্য করা, গাড়ি ও চালকের লাইসেন্স চেক করা, ফুটপাত দখলমুক্ত করা, চালকদের পেশাগত প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স দেওয়ার পদ্ধতিগত উন্নয়ন-আধুনিকায়ন, জাতীয় মহাসড়কে কম গতি ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা এবং শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান ও আটঘন্টা কর্মদিবস নির্ধারণের দাবি জানান।

মিছিল ও মানববন্ধনে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজীর আমিন চৌধুরী জয়, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখা আহ্বায়ক শাকিল উজ জামান, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা সভাপতি সুষ্মিতা মরিয়ম ও সাধারণ সম্পাদক মাহাথির মোহম্মাদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ