নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মস্তিষ্কের টিউমার অস্ত্রোপচারের জন্য আগেই দোয়া চেয়েছিলেন মোশাররফ হোসেন রুবেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাংলাদেশ জাতীয় দলের এ ক্রিকেটারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এখনো তাঁকে শঙ্কামুক্ত বলার উপায় নেই। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রুবেলকে।
বিখ্যাত নিউরো সার্জন ড. এলভিন হংয়ের তত্ত¡াবধানে গতকাল অস্ত্রোপচার শুরু হয় রুবেলের। ব্রেইনের জটিল এ অস্ত্রোপচার সম্পন্ন হয় সকাল ৮টায়। এরই মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার। কথা বলতে পারছেন তিনি। দ্রæত সুস্থ হয়ে উঠতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রুবেল। হাসপাতালে রুবেলের সঙ্গে আছেন তাঁর স্ত্রী চৈতি ফারহানা। তিনি রুবেলের সবশেষ অবস্থা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। ও ভালো আছে। হাত-পা নাড়াতে পারছে। কথা বলতে সমস্যা হচ্ছে না।’
রুবেলের সফল অস্ত্রোপচারের পর এখন বায়োপসি বাকি। এটির পর জানা যাবে টিউমারের অবস্থা কী। চিকিৎসকেরা দেখবেন, মস্তিষ্কে জীবাণু ছড়িয়ে পড়েছে কি না। তবে স্বস্তির বিষয়, ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারটি সফলভাবে হয়েছে। অস্ত্রোপচারের সময়ই অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। এ ধাপ সফলভাবেই উতরে গেছেন ৫ ওয়ানডে ও ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রুবেল। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে নিয়মিত খেলছেন মোশাররফ রুবেল। দুবার দলটিকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন তিনি। ২২ গজের চ্যালেঞ্জ যেভাবে উতরে যান, ৩৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার চিকিৎসার বাকি ধাপগুলোও পেরিয়ে যাবেন, এটাই সবার প্রত্যাশা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।