Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসিফের গানের মডেল হলেন বিপাশা কবির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রায় গানেই গায়কের পাশাপাশি নায়করূপে হাজির হন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন একটি গানের শূটিং শেষ করেছেন। নতুন এই গানটির চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা বিপাশা কবির। ‘তুই আমার সূর্যমুখী তুই আমার চন্দ্রমুখী’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন মারজুক রাসেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মিরাজ। বিপাশা কবির জানালেন, এই প্রথমবারের মত আসিফের কোনো মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি। বিপাশা কবির বলেন, গানের গল্পে দেখা যাবে জমজ বোন। একজনের নাম সূর্যমুখী ও আরেকজনের চন্দ্রমুখী। এই দুই চরিত্রে অভিনয় করেছি আমি। এর আগে কখনো দ্বৈত চরিত্রেও অভিনয় করিনি। মিউজিক ভিডিওটির মাধ্যমে প্রথমবার আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। সম্প্রতি ফ্যান্টাসি কিংডমে মিউজিক ভিডিওটির চিত্রধারণের কাজ শেষ করেছেন বিপাশা। শিগগিরই এস. এস. মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ হবে। উল্লেখ্য, লাক্স তারকা বিপাশা কবির ভালোবাসার রং সিনেমায় আইটেম গানে পারফর্মের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর প্রায় ৫০টির বেশি সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। আইটেম গানের পাশাপাশি নায়িকা হিসেবেও কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। স¤প্রতি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ