Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ায় মসজিদ পাহারায় অমুসলিমরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ৬:৩৫ পিএম

গত শুক্রবার নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে নামাজের সময় পাহারার ব্যবস্থা করা হয়েছে। আর এই কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় অমুসলিমরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ পাহারা দেয়ার কিছু ছবিও ছড়িয়ে পড়েছে। মসজিদে ওই হামলায় এখন পর্যন্ত ৫০ জনের নিহত হওয়ার কবর পাওয়া গেছে।
জানা গেছে, মসজিদটি উত্তর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত। মসজিদ পাহারা দেয়ার বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন দিতিয়া ডেইনস নামে এক টুইটার ব্যবহারকারী। তিনি লিখেছেন, ক্রাইস্টচার্চের ঘটনার পর থেকে মুসলিমরা যখন এই মসজিদে নামাজে দাঁড়ান মসজিদের বাইরে অমুসলিমরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি বলছেন, আসুন. শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দিই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ