Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষ্মীপুরে ১৫ দোকান আগুনে পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১:৪৩ পিএম

লক্ষ্মীপুরে ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার দাসেরহাট বাজারের ছায়ানীড় সুপার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ইউনিটের ভারপ্রাপ্ত (ডিএডি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ছায়ানীড় সুপার মার্কেটের ব্যবসায়ী জলিলের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মার্কেটের ২টি মুদি দোকান, ২টি গুদাম, ২টি হার্ডওয়ার দোকান, ৩টি ইলেক্ট্রিক দোকান, ২টি চা দোকান, ১টি সেলুন ও ১টি কনফেকশনারীসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আড়াই ঘন্টা চেষ্টার পর ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা বলে তার দাবী।

স্থানীয় চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ জানান, অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ