Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুরায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১১:৪৮ এএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ছেলে ফারুক ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন-ওই গ্রামের ইকবাল হোসেন (৩০) ও আমানউল্লাহ (২৭)। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মোজাফর হোসেন জানান, হতাহত সবাই চেয়ারম্যান জাফর ইকবালের সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ