নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইন্ডিয়ান ওয়েলসে রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতা হলো না রজার ফেদেরারের। টেনিসের জীবন্ত এ কিংবদন্তিকে ৩-৬, ৬-৩, ৭-৫ হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছেন অস্ট্রিয়ান সপ্তম বাছাই ডমিনিক থিয়েম। ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী ফেদেরার ৩২টি আনফোর্সড এরর করেছিলেন বিপরীতে থিয়েমের ছিলো ২৫টি।
দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো মাস্টার্সের শিরোপা জিতলেন থিয়েম। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে প্রাক্তন নাম্বার ওয়ান ফেদেরারের সঙ্গে প্রায় দুই ঘন্টা লড়াই করেন তিনি। এই জয়ের প্রাপ্তিটা থিয়েমের জন্য একটু বেশি। কারণ জয়ের পর বিশ্ব র্যাঙ্কিংয়ের চারে উঠে আসবেন অস্ট্রিয়ান তারকা।
অন্যদিকে এই টুর্নামেন্টের মেয়েদের এককে জয়ী বিয়ানকা আন্ড্রিসকিউ। ওয়াইল্ড কার্ড পেয়ে খেলতে আসা ১৮ বছর বয়সী এই কানাডিয়ান ফাইনালে হারিয়ে দিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী অ্যাঞ্জেলিক কেরবারকে। জার্মানি কেরবার দ্বিতীয় সেটে জিতলেও শেষ পর্যন্ত হেরে গেছেন ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে। ইন্ডিয়ান ওয়েলসে এবারই প্রথম কোনো টেনিস খেলোয়াড় ওয়াইল্ড কার্ড পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।