Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী শ্রমিক আন্দোলনের ৫৫ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কনভেনশনের প্রথম অধিবেশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। কনভেনশনে অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী আকন সভাপতি হিসেবে পূননির্বাচিত হন এবং এইচএম সিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক, আলহাজ আব্দুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, আলহাজ জান্নাতুল ইসলাম, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমানকে সহ-সভাপতি করে ৫৫ সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি ঘোষণা করা হয়।
কনভেনশনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক কনভেনশনে শ্রমিক আন্দোলনের ৮১টি সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী শ্রমিক আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ